Header Ads

Header ADS

Our village

আমদের গ্রাম

আমাদের গ্রামের নাম উলোকানদি | গ্রামটি 

 মেঘনা নদীর তীরে অবস্থিত। আমাদের

গ্রামে বহু লোক বাস করেন। এই গ্রামে অনেক

পাড়া লোক বাস করেন। গ্রামে অনেক পাড়া

আছে। প্রতি পড়োর মানুষ মিলেমিশে বাস করেন।

আমাদের গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ও

একটি প্রাথমিক বিদ্যালয় আছে সাথে একটি মাদরাসা ও আছেন। সেখানে ছেলে--মেয়েরা লেখাপড়া শেখে। গ্রামের বেশিরভাগ

মানুষই চাষবাস করেন। তবে কেউ কেউ শহরে

চাকরিও করতে যান | অনেকে ব্যাবসাও করেন।

গ্রামে কাঁচা ও পাকা দু-ধরনের রাস্তাই আছো

বর্ষায় কাঁচা রাস্তায় খুব কাদা হয়। গ্রামে কাঁচা-

বাড়ির পাশাপাশি কিছু পাকাবাড়ি ও আছে।

No comments

Powered by Blogger.